artk
৭ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২২ সেপ্টেম্বর ২০১৮, ৯:৫৩ পূর্বাহ্ণ

শিরোনাম

বুধবার রাতে ২০–দলীয় জোটের বৈঠক

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪০০ ঘণ্টা, মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৫০৪ ঘণ্টা, মঙ্গলবার ১৪ নভেম্বর ২০১৭


বুধবার রাতে ২০–দলীয় জোটের বৈঠক - রাজনীতি
২০-দলীয় জোট নেতাদের বৈঠক (ফাইল ফটো)

বুধবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জোটের বৈঠক আহ্বান করার বিষয়টি জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর প্রায় চার মাস আগে সর্বশেষ জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

বিএনপি সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়া সর্বশেষ ২০–দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় চার মাস পর আবার বৈঠকে বসছেন জোটের নেতারা।

বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন, সহায়ক সরকার, প্রধান বিচারপতির পদত্যাগসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত