artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩৯ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে গুলিসহ যুবলীগ নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১৫৫ ঘণ্টা, শুক্রবার ১০ নভেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৪৩৫ ঘণ্টা, শুক্রবার ১০ নভেম্বর ২০১৭


চট্টগ্রামে গুলিসহ যুবলীগ নেতা আটক, প্রতিবাদে সড়ক অবরোধ - জাতীয়
চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যুবলীগের অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক যুবলীগ নেতাকে গুলিসহ আটক করা হয়েছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ অবরোধ চলছে।

আটক যুবলীগ নেতার নাম এমাজ উদ্দিন জ্যাম। তাকে বৃহস্পতিবার রাতে দুই রাউন্ড গুলিসহ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

এর প্রতিবাদে শুক্রবার সকালে উপজেলার নাজিরহাট ঝংকার মোড় থেকে উপজেলা সদরের বিবির হাট বাসস্টেশনসহ বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে যুবলীগ। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ভুক্তভোগী যাত্রীরা জানান, নাজিরহাটে ব্যারিকেডের কারণে নয়াহাট থেকে যান চলাচল বন্ধ রয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, “জ্যামকে আটকের প্রতিবাদে যুবলীগ নেতা-কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়েছে। আমরা ব্যারিকেড সরানোর চেষ্টা করছি।”

ওসি জানান, রাতে জ্যামকে নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে। এ সময় তার ঘরে দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত