artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৪:০৮ অপরাহ্ন

শিরোনাম

চট্টগ্রামে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯৫২ ঘণ্টা, শুক্রবার ১০ নভেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১১৫৬ ঘণ্টা, শুক্রবার ১০ নভেম্বর ২০১৭


চট্টগ্রামে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৭ - জাতীয়

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ উভয়পক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁশখালীর উপজেলা সদরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর সংঘর্ষের খবর নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাঁশখালীতে প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর স্মরণসভার আয়োজন করেছিলেন আবদুল্লাহ কবির লিটন। তিনি নেতাকর্মীদের নিয়ে সভাস্থলে যাওয়ার পথে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপির অনুসারীরা সড়ক অবরোধ করে আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময় হয়। এতে কমপক্ষে সাতজন গুলিবিদ্ধসহ আরো ১৫ জন আহত হয়।

আহত ও গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত