artk
১০ আশ্বিন ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ২৫ সেপ্টেম্বর ২০১৮, ৯:২৯ অপরাহ্ন

শিরোনাম

খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো এন‌জিও কর্মকর্তার

খুলনা প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২২৩৩ ঘণ্টা, রোববার ২২ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ২২৩৯ ঘণ্টা, রোববার ২২ অক্টোবর ২০১৭


খুলনায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেলো এন‌জিও কর্মকর্তার - জাতীয়

খুলনায় একটি ইজিবাইকের ধাক্কায় র‌ফিকুল ইসলাম (৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হ‌য়ে‌ছেন। তিনি ডুমু‌রিয়া উপ‌জেলা বেসরকারি সংস্থা আশার সহকারী ব্যবস্থাপক ছিলেন।

রোববার রাত ৯টার দি‌কে খুলনা সাতক্ষীরা সড়‌কের জি‌লেরডাঙ্গা এলাকার নিঝুমপুর আবা‌সিক এলাকার সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনার পর পরই ডুমু‌রিয়া থানা পু‌লিশ ও ফায়ার সা‌ভি‌সের কর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হা‌বিল হো‌সেন স্থানীয়‌দের বরাত দি‌য়ে জানান, র‌ফিকুল ইসলাম মোটর সাই‌কেল চা‌লি‌য়ে খুলনার দি‌কে যা‌চ্ছিল। এ সম‌য়ে তা‌কে একটি ইজিবাইক ধাক্কা দি‌লে মোটর সাই‌কেল থে‌কে ছিট‌কে প‌ড়েন তিনি।

একই সময় অপর দিক থে‌কে আসা এক‌টি ট্রাক তাকে চাপা দি‌য়ে চ‌লে যায়। এতে ঘটনাস্থ‌লেই র‌ফিকুল ইসলাম মারা যান।

তিনি আরও জানান, রফিকুলের লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।দুর্ঘটনার পর পেই সড়‌কের দু‌দি‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়।

র‌ফিকু‌লের সহকর্মী মো. র‌বিউল ইসলাম জানান, র‌ফিকুল খা‌লিশপুর বসবাস ক‌রেন। গ্রা‌মের বা‌ড়ি যেতে আজ অফিস থে‌কে ছু‌টি নি‌য়ে‌ছি‌লেন তিনি।


নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত