artk
১০ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি ২০১৮, ৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম

অাসন্ন শীতের বাহারী পোশাক নিয়ে ফ্যাশন হাউস ‘আর্ট’

লাইফস্টাইল প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩০২ ঘণ্টা, রোববার ১৫ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৩০৭ ঘণ্টা, রোববার ১৫ অক্টোবর ২০১৭


অাসন্ন শীতের বাহারী পোশাক নিয়ে ফ্যাশন হাউস ‘আর্ট’ - লাইফস্টাইল

শীত আসছে। তাই ফ্যাশন হাউসগুলো শীতকে সামনে রেখে নিয়ে এসেছে বাহারি ডিজাইনের পোশাক। ফ্যাশন হাউস ‘আর্ট’ হেমন্ত ও আসন্ন শীত ঋতু উপলক্ষে ফ্যাশন সচেতনদের জন্য এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক এনেছে।

আর্টে’র হেমন্ত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। এর পোশাকগুলোর অন্যতম বৈশিষ্ট্য মার্জিত কালার কম্বিনেশন। পোশাকের কাপড়ের ক্ষেত্রে প্রাধান্য দেয়া হয়েছে সম্পূর্ণ কটন কাপড়। তারুণ্যের চাহিদা বিবেচনায় শতভাগ সুতি কাপড়ে এবং হালকা কালারের ভেতর পোশাকের ডিজাইনে আনা হয়েছে বৈচিত্র্য।

ফ্যাশন হাউস আর্ট আসন্ন শীত ঋতুতে নতুন ডিজাইন ও নতুন কালেকশনে রয়েছে ফুল হাতা শার্ট, টি-শার্ট, পলো শার্ট, গ্যাবার্ডিন প্যান্ট, পানজাবি। Facebook: https://www.facebook.com/artbd/

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য