artk
৩০ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৮ অপরাহ্ন

শিরোনাম

বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের ১৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী শুরু

বাকৃবি সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৩২ ঘণ্টা, শুক্রবার ১৩ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৪৩২ ঘণ্টা, শুক্রবার ১৩ অক্টোবর ২০১৭


বাকৃবিতে ফুড ইঞ্জিনিয়ারিংয়ের ১৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী শুরু - শিক্ষাঙ্গন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী বিএসসি ফুড ইঞ্জিনিয়ারিংয়ের ১৫ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী শুরু হয়েছে। এ উপলক্ষে ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও কনসার্টের আয়োজন করা হয়।

শুক্রবার বেলা ১১টায় কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের সামনে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং ক্লবের সভাপতি অধ্যাপক ড. মো. বোরহান উদ্দিন, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শেষ হয়। পরে প্রাক্তন গ্রাজুয়েটবৃন্দ ও অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন।

এছাড়া সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় ‘সুস্থ জাতি গঠনে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে ফুড ইঞ্জিনিয়ারদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও সন্ধ্যায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ‘এসেজ’ ব্যান্ড দলের কনসার্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও করিগরি অনুষদ থেকে এ বি.এসসি ফুড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান শুরু হয়। এছাড়া ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগ খেকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য