artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ জুলাই ২০১৮, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম

বগুড়ায় ভুয়া পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা নারী ও এক শিশু আটক

বগুড়া প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬২৯ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৬৩০ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭


বগুড়ায় ভুয়া পাসপোর্ট করতে এসে ২ রোহিঙ্গা নারী ও এক শিশু আটক - জাতীয়

ভুয়া কাগজপত্র দেখিয়ে পাসপোর্ট করতে এসে বগুড়ায় আটক হয়েছে দুই রোহিঙ্গা নারী ও এক শিশু। পুলিশ বগুড়া পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করে থানা হেফাজতে রেখেছে।

পুলিশ জানায়, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে অন লাইনের মাধ্যমে ফরম পুরণ করে হাজেরা বিবি (৩০) নামে এক নারী বৃহস্পতিবার ফিঙ্গার প্রিন্ট (আঙ্গুলের ছাপ) দিতে আসে। এসময় পাসপোর্ট দপ্তরের কর্মকর্তার সন্দেহ হলে তিনি তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করেন। ওই নারীর কথায় অসামঞ্জস্যতা দেখে তিনি বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে তাকেসহ সঙ্গে থাকা অপর নারী ও শিশুকে থানা হেফাজতে নেয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, হাজেরার সঙ্গে আটক আমেনা বিবি (৪৮) তার মা এবং ওসমান গণি নামের ৭ বছরের শিশুটি তার ছেলে। তারা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্ম সনদসহ অন্যান্য কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিয়ে পাসপোর্ট করতে এসেছিল তারা।

আটক দুই রোহিঙ্গা নারী ও শিশুকে কক্সবাজার পুলিশের কাছে পাঠানো হবে বলে জানান তিনি।


নিউজবাংলাদেশ.কম/জেএমআর/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত