artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ জুলাই ২০১৮, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম

‘বনিবনা না হলে মিথ্যে সুখে থাকার কী লাভ?’

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬০২ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭


‘বনিবনা না হলে মিথ্যে সুখে থাকার কী লাভ?’ - বিনোদন

কৃষাণ ভ্রজ যাদবের সঙ্গে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সংসার ভেঙে গেছে। তবে কখন, কোথায় এবং ঠিক কী কারণে তাদের সংসার ভেঙ্গেছে তার নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।

শ্রাবন্তী নিজেই স্বীকার করেছেন, স্বামী কৃষাণের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার। বর্তমানে একমাত্র পুত্রকে নিয়ে সিঙ্গেল মাদারের জীবনযাপন করছেন বেশ সুখে-আরামেই।

এক সাক্ষাতকারে তিনি বলেন, “দুজনে মিলেই সিদ্ধান্ত নিয়েছি বিচ্ছেদের। বনিবনা না হলে একসঙ্গে মিথ্যে সুখে থাকার কী লাভ। আমার কোনও অভিযোগ নেই আমার প্রাক্তনের বিরুদ্ধে। আমি চাই, আমার সঙ্গে না হোক , কিন্তু সে যেন ভালো থাকে।”

শ্রাবন্তী আরও বলেন, “আমি এখন ব্যক্তিগত জীবন নিয়ে মাথাই ঘামাচ্ছি না। কাজ আর ছেলের পড়াশোনা নিয়ে ব্যস্ত। ঝিনুক এবার ক্লাস এইটে। বেশ ভালো আছি মা-ছেলে।”

এদিকে, প্রায় এক বছর পর আবার রুপালি পর্দায় ফিরছেন শ্রাবন্তী। সম্প্রতি মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘জিও পাগলা’। এতে শ্রাবন্তীর বিপরীতে আছেন যিশু সেনগুপ্ত। দুজনের রসায়নটা নাকি বেশ দারুণ জমেছে। কানাঘুষাও হচ্ছে, প্রেমে পড়েছেন এই দুই তারকা।

নিউজবাংলাদেশ.কম/আরআরবি/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য