artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ জুলাই ২০১৮, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম

টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩৪৯ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮৩৬ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭


টাঙ্গাইলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ - জাতীয়

টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার আছিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার দামুহাট গ্রামের পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার গোপাল (২৫)।

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরগামী একটি যাত্রীবাহী বাস আছিমতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/আরএস/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত