artk
২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৭ জুলাই ২০১৮, ১:২২ অপরাহ্ন

শিরোনাম

রোববার ইসির সংলাপে অংশ নেবে বিএনপি, চলছে প্রস্তাব তৈরির কাজ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৩৩৮ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৩৪২ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭


রোববার ইসির সংলাপে অংশ নেবে বিএনপি, চলছে প্রস্তাব তৈরির কাজ - রাজনীতি

রোববার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেবে বিএনপি। সংলাপে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তাব তুলে ধরবে দলটি।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, “আগামী ১৫ অক্টোবর বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে চলমান রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশ নেবে। সংলাপে বিএনপির পক্ষ থেকে যেসব বিষয় তুলে ধরা হবে, সে ব্যাপারে দলটির সিনিয়র নেতারা আলোচনা করছেন।”

দলের একটি সূত্র জানিয়েছে, সংলাপে নির্বাচনে সেনা মোতায়েন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিটি স্তরে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব প্রদান এবং নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ ছয়টি সুনির্দিষ্ট ইস্যুকে গুরুত্ব দেবে বিএনপি।

সংলাপে প্রস্তাব তুলে ধরার লক্ষ্যে প্রাথমিক খসড়া তৈরির কাজ চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিনিয়র কয়েকজন নেতা, ইসির সাবেক এক সচিব সংলাপের প্রাথমিক খসড়া তৈরির কাজ করছেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র জানায়, দায়িত্বপ্রাপ্ত নেতারা লন্ডনে অবস্থানরত দলের চেয়ারপারসনের পরামর্শে এবং সিনিয়র নেতাদের মতের ওপর ভিত্তি করে খসড়া তৈরি করছেন। শীর্ষ নেতাদের পরামর্শের পরই খসড়াটি চূড়ান্ত করা হবে।

এর পর সংলাপের এক বা দুদিন আগে সিনিয়র নেতারা ফের বৈঠকে বসবেন। সেই বৈঠকেই চূড়ান্ত করা হবে লিখিত প্রস্তাব।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত