![]() |
স্বাধীনতা বিরোধীরা বার্সেলোনায় স্প্যানিশ ও কাতালান পতাকা সাজাচ্ছে |
স্বাধীনতার প্রশ্নে কাতালানদের গণভোট নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকটের মধ্যে জাতীয় দিবস উদযাপনের প্রস্তুতি নিচ্ছে স্পেন।
স্পেন গণতন্ত্রের ৪০ বছরের ইতিহাসে সবচেয়ে মারাত্মক হুমকি মোকাবেলা করছে- প্রধানমন্ত্রী মারিয়ানো রেজয় সংসদে এ কথা বলার একদিন পর জনগণ ঐক্য প্রদর্শন করে।
প্রধানমন্ত্রী কাতালোনিয়ার নেতাকে পাঁচ দিনের সময় দিয়েছেন তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন নাকি দেননি তা পরিষ্কার করার জন্য।
স্পেন স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে সরাসরি শাসন জারির হুমকি দিয়েছে।
স্পেনের জাতীয় দিবস একটি সাধারণ ছুটি, এদিন স্টেপের পুনরায় একীকরণ ও ১৪৯২ সালের ক্রিস্টোফার কলম্বাসের আমেরিকা অবিষ্কারের দিনটি উদযাপন করা হয়।
জাতীয় দিবসে রাজধানীতে র্যালি অনুষ্ঠিত হবে, এতে রাজা ফিলিপ ও প্রধানমন্ত্রী রেজয় এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সারা দেশে আরো অনুষ্ঠান হবে।
কিন্তু এবারের অনুষ্ঠান হবে ১ অক্টোবরের গণভোটের ফলে সৃষ্ট অশান্তির মধ্যে, স্পেনের সাংবিধানিক আদালত কাতালোনিয়ার গণভোটকে অবৈধ ঘোষণা করেছে।
কাতালান কর্মকর্তারা বলছেন, ৪৩ শতাংশ ভোটের মাধ্যমে প্রায় ৯০ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে। স্বাধীনতা বিরোধীরা ভোটাররা ব্যাপকভাবে ব্যালট বয়কট করেছে এবং অনিয়মের খবরও পাওয়া গেছে।
প্রবল চিন্তাভাবনার পর মঙ্গলবার বার্সেলোনায় কাতালান নেতা কার্লস পুজদেমনস্ত স্বাধীনতার ঘোষণষাপত্রে সই করেন। কিন্তু এর পরই আবার তা বাস্তবায়ন স্থগিত করেন মাদ্রিদের সঙ্গে আলোচনার জন্য।
নিউজবাংলাদেশ.কম/এফএ