artk
২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৭ জুলাই ২০১৮, ১:২৩ অপরাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জের কাজিপুরে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৪০ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৩২৮ ঘণ্টা, বৃহস্পতিবার ১২ অক্টোবর ২০১৭


সিরাজগঞ্জের কাজিপুরে ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে নারী নিহত - জাতীয়
ছবি প্রতীকী

সিরাজগঞ্জের কাজিপুরে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুরের আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নারী কাজিপুর উপজেলার গোয়ালবাথা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী শাহারা খাতুন।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়সাল আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে কাজিপুরের নিশ্চিন্তপুর আঞ্চলিক সড়কে ভটভটি ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শাহারা খাতুন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তিনি মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত