artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ জুলাই ২০১৮, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম

দীপাবলি উপলক্ষে ‘আমারি ঢাকার’ বিশেষ আয়োজন

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২২৩৭ ঘণ্টা, বুধবার ১১ অক্টোবর ২০১৭


দীপাবলি উপলক্ষে ‘আমারি ঢাকার’ বিশেষ আয়োজন - লাইফস্টাইল

হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলি উপলক্ষে বিশেষ আয়োজন করেছেন আমারি ঢাকা। এর মধ্যে রয়েছে বিশেষ ভারতীয় খাবারের সমাহার।

আমারি ঢাকার এই বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন সিগনেচার রেস্টুরেন্ট আমায়া ফুড গ্যালারিতে। ৎ

এতে আছে- বিহারি শিক কাবাব, চিকেন তান্দুরি, ফিশ মালাই কাবাব, প্রন হরিয়ালি কাবাব। আর সাথে থাকছে লাইভ  সি ফুড বার বি কিউ এর আকর্ষণ।

এছাড়াও থাকছে থাই, চায়নিজ, জাপানিজ ফুড। দীপাবলি উৎসবে আমারি ঢাকার আলাকার্ট মেন্যুতে রাখা হয়েছে স্পেশাল ডিশ।

বিশেষ এই অফারটি আপনারা উপভোগ করতে পারবেন- লাঞ্চ মাত্র ১৯৯৯++ টাকা ও ডিনার মাত্র ২৪৯৯++ টাকায়।

সরাসরি রিজারভেশনের জন্য যোগাযোগ করতে পারেন +৮৮০১৮৭৮৪২২২২২ নাম্বারে।   


নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য