artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ জুলাই ২০১৮, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম

সড়ক দুর্ঘটনায় রাজশাহী পলিটেকনিকের ক্রাফট ইন্সট্রাক্টর নিহত

রাজশাহী প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০২৭ ঘণ্টা, বুধবার ১১ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ২০৩৬ ঘণ্টা, বুধবার ১১ অক্টোবর ২০১৭


সড়ক দুর্ঘটনায় রাজশাহী পলিটেকনিকের ক্রাফট ইন্সট্রাক্টর নিহত - শিক্ষাঙ্গন

সড়ক দুর্ঘটনায় রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টর আবদুর রউফ (৫০) নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহীর বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে। রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগরীর নওদাপাড়া এলাকায় আবদুর রউফের বাড়ি। দুপুরে তিনি পলিটেকনিক থেকে বাড়িতে খেতে গিয়েছিলেন। এরপর বেলা সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেলযোগে পলিটেকনিক ফিরছিলেন। পথে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সামনে একটি মাহেন্দ্রা ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আবদুর রউফ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ রামেকের মর্গে নেয়া হয়।

নগরীর শাহমখদুম থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার আলী তুহিন জানান, দুর্ঘটনার পর মাহেন্দ্রা ট্রাক্টরটি পালিয়ে গেছে। তাই কাউকে আটক করা যায়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজবাংলাদেশ.কম/এমআই/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য