artk
২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৭ জুলাই ২০১৮, ১:২৭ অপরাহ্ন

শিরোনাম

আরণ্যকের ৪৫ এ সপ্তাহব্যাপী নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪০৮ ঘণ্টা, বুধবার ১১ অক্টোবর ২০১৭


আরণ্যকের ৪৫ এ সপ্তাহব্যাপী নাট্যোৎসব - বিনোদন

জনপ্রিয় নাট্যদল আরণ্যক'র ৪৫ বছর পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে দলটি। এই নাট্যোৎসবের নাম দেয়া হয়েছে ‘পুষ্প ও মঙ্গল উৎসব।’ ২২ অক্টোবর শুরু হয়ে উৎসবটি চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এতে ভারত, ইরান ও হংকংয়ের নাট্যদল অংশ নেবে। উৎসবে মঞ্চনাটকের পাশাপাশি পথ-নাটক সেমিনার ও নাট্য মেলাও থাকছে।

আর‌ণ্যকের প্রধান মামুনুর রশীদ নিউজবাংলাদেশকে উৎসবের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উৎসবে আরণ্যক তাদের তিনটি মঞ্চনাটক মঞ্চস্থ করবে। এগুলো হল ‘ইবলিশ’, ‘ময়ূর সিংহাসন’ ও ‘রাঢ়াং’। অন্যদিকে ভারতের ২টি নাট্যদল ২টি ও ইরান এবং হংকংয়ের নাট্যদল ১টি করে নাটক মঞ্চস্থ করবে।

উৎসব উদ্বোধন করবেন শহীদ শিক্ষক অধ্যাপক মুনীর চৌধুরীর স্ত্রী ও খ্যাতিমান অভিনেত্রী লিলি চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য