artk
২ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, মঙ্গলবার ১৭ জুলাই ২০১৮, ১:২৫ অপরাহ্ন

শিরোনাম

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়লো শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৪৪ ঘণ্টা, মঙ্গলবার ১০ অক্টোবর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ০৮৪৮ ঘণ্টা, বুধবার ১১ অক্টোবর ২০১৭


পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়লো শ্রীলঙ্কা - খেলা

আইসিসির নতুন নিয়মে প্রথমবারের মতো ডে-নাইট টেস্ট খেলতে নেমে একক জয় পেয়েছে শ্রীলঙ্কা দারুণ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে লঙ্কানদের জয়টি ৬৮ রানের। ২-০তে সিরিজ জিতে নিলো লঙ্কানরা। দুবাই টেস্টের পঞ্চম দিনে জয়ের দেখা পেতে একটা সেশনও দরকার হয়নি শ্রীলঙ্কার। পাকিস্তানকে ৬৮ রানে হারিয়ে নতুন এক ইতিহাস গড়েছে তারা।

প্রথমবারের মতো দেশের বাইরে পাকিস্তানকে ধবলধোলাই করেছে শ্রীলঙ্কানরা। তৃতীয় ইনিংসে ১০০-এর নিচে অলআউট হয়েও টেস্ট জয়ের এটি চতুর্থ ঘটনা। পাকিস্তানের হোম সিরিজে শ্রীলঙ্কা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০০০ সালে।

দুবাই টেস্টের প্রথম থেকেই পুরো নাটকে ভরা ছিল ম্যাচটি। যেখানে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে পাহাড়সম রান হলেও দ্বিতীয় ইনিংসে ধস নামে। তবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও, বোলিংয়ে পুষিয়ে দেয়ার পর এক কথায় জয়ের পথেই হাঁটতে থাকে দলটি। শেষ দিন পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল আরও ১১৯ রান, হাতে ছিল পাঁচ উইকেট। উইকেটে সেট ব্যাটসম্যান হিসেবে ছিলেন সরফরাজ আহমেদ এবং আসাদ শফিক।

এর আগে ম্যাচের চতুর্থ দিন সফরকারী লঙ্কানরা নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৬ রানেই সবকটি উইকেট খোয়ায়। অথচ প্রথম ইনিংসে ৪৮২ রান করেছিল দলটি। পাকিস্তান প্রথম ইনিংসে ২৬২ রান তোলে। তাতে, পাকিস্তানের টার্গেট দাঁড়ায় ৩১৭ রান। তবে জয়ের লক্ষ্যে নেমে বিপাকে পড়ে পাকিস্তানও। দলীয় ৫২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে ষষ্ঠ উইকেট জুটিতে হাল ধরেন আসাদ শফিক ও অধিনায়ক সরফরাজ আহমেদ।

পঞ্চম দিন ব্যাটিংয়ে নেমে দলপতি সরফরাজ ব্যক্তিগত ৬৮ রানে বিদায় নেন। মোহাম্মদ আমিরও (৪) সুবিধা করতে পারেননি। তবে, সেঞ্চুরি হাঁকান আসাদ শফিক। ১৭৬ বলে ১০টি চারের সাহায্যে তিনি ১১২ রানের ইনিংস সাজান।

এর আগে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত হয়। দলের হয়ে কেউ ৩০ রান পর্যন্ত করতে পারেনি। পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ সর্বোচ্চ চার উইকেট তুলে নেন। হারিস সোহেন পান তিন উইকেট। প্রথম ইনিংসে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ১৯৬ রান করেন। পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ একাই ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে লঙ্কান বোলার দিলরুয়ান পেরেরা ৫টি উইকেট দখল করেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য