artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২১ জুলাই ২০১৮, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম

মেসির প্রশংসায় বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২২২ ঘণ্টা, বুধবার ২০ সেপ্টেম্বর ২০১৭


মেসির প্রশংসায় বার্সা কোচ - খেলা

স্প্যানিশ লা লিগার শেষ তিন ম্যাচে সাত গোল করেছেন লিওনেল মেসি। লিগে বার্সেলোনার টানা পাঁচ জয়ে বড় ভূমিকা তারই। স্বাভাবিকভাবেই দলের প্রাণভোমরার প্রশংসায় পঞ্চমুখ বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে।

মঙ্গলবার রাতে এইবারকে ৬-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ভালভার্দে বলেন, “ফুটবল মাঠে দেখা খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসিকেই আমার সবচেয়ে চতুর বলে মনে হয়। আমার মাথাতে আসে না যে সে কীভাবে কীভাবে প্রতিপক্ষের গোলমুখে হঠাৎ করে আর্বিভূত হয়। আসলে সে অবিশ্বাস্য।”

গেটাফের বিপক্ষে ম্যাচ জয়ী পারফরম্যান্সের পর আবারো আলো কেড়েছেন পাউলিনহো ও ডেনিস সুয়ারেজ জুটি। তাদের নিয়ে স্প্যানিশ কোচের বিশ্লেষণ, “আজ সে (পাউলিনহো) হেডার থেকে দারুণ একটি গোল করেছে। ওটাই তার বিশেষত্ব। গোটা ম্যাচেই পরিশ্রম করেছে সে।” ডেনিস সুয়ারেজের প্রশংসা করে সাবেক রিয়াল সোসিয়েদাদ কোচ জানান, “প্রত্যেক দিন সে উন্নতি করে চলেছে। সুযোগ কাজে লাগাতে পারছে। এটা তার ও দলের জন্য মঙ্গলজনক।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য