artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম

ত্রিশালে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি  | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮১১ ঘণ্টা, বুধবার ১৩ সেপ্টেম্বর ২০১৭


ত্রিশালে বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪ - জাতীয়

ময়মনসিংহের ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে সেলিম শেখ (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন।

বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম শেখের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি গাড়ি সাইনবোর্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী সেলিম শেখের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত চার যাত্রীকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/ওএইচ/এসজে/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত