artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গার মৃত্যু

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৫৫ ঘণ্টা, মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০১৭


মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গার মৃত্যু - জাতীয়

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির সীমান্তের আশারতলী সীমান্তে মিয়ানমার বাহিনীর পোঁতা স্থলমাইন বিস্ফোরণে আরও এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোক্তার আহমদ (৪০)। নিহত মোক্তার আহমদ মিয়ানমারের রাখাইন রাজ্যের ফকিরাবাজার এলাকার আবদুস সালামের ছেলে।

মঙ্গলবার সকালে নাইক্ষংছড়ি পুলিশ এবং বিজিবি সূত্র এ তথ্য দিয়েছে।

সূত্র জানায়, সোমবার রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৬নং পিলারের কাছে এ মাইন বিস্ফোরিত হয়।

সোমবার নিহত মোক্তারসহ গত এক সপ্তাহে কেবল নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অবৈধভাবে পুঁতে রাখে ভূমিমাইন বিস্ফোরণে নারীসহ বিভিন্ন বয়সী ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মিয়ানমার থেকে পালিয়ে পরিবারের ৬ সদস্যসহ আশ্রয় নিতে আসে আশারতলী সীমান্ত এলাকায়। সেখানে ভূমিমাইন বিস্ফোরণে নিহত হয় গৃহকর্তা মোক্তার।

এলাকার জনপ্রতিনিধিরা এ তথ্য দিয়েছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তথ্য নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত