artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম

গাজীপুরে খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস পালিত

গাজীপুর সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪৯ ঘণ্টা, মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০১৭


গাজীপুরে খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস পালিত - রাজনীতি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে গাজীপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় শহরের জেলা বিএনপির কার্যালয়ে কাজী আজিম উদ্দিন কলেজের জিএস সোহেল রানার সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদি হাসান এলিস।

মহানগর ছাত্রদল নেতা মারজুক আহমেদ আল আমিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান মুন্না, ছাত্রদল নেতা প্রবাল, পাপানা, আবির শুভ, জীম, মাসুম, লিটন মণ্ডল, মিনার ভূঁইয়া, রায়হান চৌধুরী ও সেলিম প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন মহানগর কৃষক দলের সহ-সভাপতি ডা. মতিজুল ইসলাম।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত