artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:১৫ অপরাহ্ন

শিরোনাম

বাদ পড়লেন নাসির ফিরলেন রিয়াদ-শুভাশীষ
দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭১৫ ঘণ্টা, সোমবার ১১ সেপ্টেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১১৫১ ঘণ্টা, মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০১৭


দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা - খেলা

ঘরের মাঠে সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪ সদস্যের দলে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। তবে দক্ষিণ আফ্রিকা সফরে ১৫ সদস্যের দলে রাখা হয়নি নাসিরকে। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও পেস অলরাউন্ডার শুভাশীষ রয়।

সোমবার বিকেল ৫টায় মিরপুরে দল ঘোষণা করেছে বিসিবি।

সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ছাড়াও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। ২১ সেপ্টম্বর তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা সফর। প্রথম টেস্ট ২৮ সেপ্টম্বর, দ্বিতীয় টেস্ট ৬ অক্টোবর। এরপর ওয়ানডে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডে লড়াই।

আগামী ১৬ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে মুশফিকুর রহিমের টেস্ট দল। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আগেই জানিয়েছিলেন, দলে থাকছেন পাঁচজন পেসার বিশেষজ্ঞ, স্পিনার থাকবেন একজন। আটজন ব্যাটসম্যান আর অতিরিক্ত একজন উইকেটরক্ষক। তবে সাকিব ছুটিতে থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে বিশ্রামে দেয়া হয়েছে তাকে।

দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল খান (সহ অধিনায়ক), ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ, শুভাষীশ রয়, মুমিনুল হক।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য