artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম

বিজিএমএই ভবন সরাতে ৫ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪১২ ঘণ্টা, সোমবার ১১ সেপ্টেম্বর ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ২০৪৫ ঘণ্টা, সোমবার ১১ সেপ্টেম্বর ২০১৭


বিজিএমএই ভবন সরাতে ৫ অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি - অর্থনীতি

রাজধানীর হাতিরঝিল থেকে বিজিএমইএ ভবন সরাতে ৫ অক্টোবর পর্যন্ত সময় পেয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের এই শীর্ষ সংগঠন।

এক বছর সময় চেয়ে করা আবদনের ওপর সোমবার শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ৫ অক্টোবর তারিখ ধার্য করেন।

একই সঙ্গে ভবন ভাঙতে বিজিএমইএ কর্তৃপক্ষকে বেঁধে দেয়া ছয় মাসের সময় ৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়।

বিজিএমইএর আইনজীবী আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত ১২ মার্চ আপিল বিভাগ বিজিএমইএকে ভবন ভাঙতে ছয় মাস সময় দিয়েছিলেন, যা শেষ হচ্ছে ১২ সেপ্টেম্বের। 

গত ২৩ আগস্ট ভবন সরাতে আরও এক বছর সময় চেয়ে আবেদনটি করে বিজিএমইএ।

আদালতে বিজিএমইএর পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলে আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।

উল্লেখ্য, ১৯৯৮ সালে বিজিএমইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২০০৬ এ ভবনটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু ২০১০ সালের ২ অক্টোবর একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, রাজউকের অনুমতি ছাড়া বিজিএমইএ ভবন নির্মাণ করা হয়েছে।

২০১১ সালের ৩ এপ্রিল ভবনটি ভেঙে ফেলতে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ। এই লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

সর্বশেষ গত মার্চ মাসে ভবনটি সরাতে ছয় মাস সময় বেঁধে দেয় আদালত।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য