artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম

স্থগিত ফাজিল পরীক্ষার নতুন সূচি প্রকাশ

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৮০৫ ঘণ্টা, সোমবার ১১ সেপ্টেম্বর ২০১৭


স্থগিত ফাজিল পরীক্ষার নতুন সূচি প্রকাশ - শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওতাধীন ফাজিলের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আযাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মধ্যমে এ তথ্য জানানো হয়।

তথ্য মতে, দেশে বন্যাজনিত কারণে বিশ্ববিদ্যালয়ের অধীনে ফজিল স্নাতক ১ম বর্ষ (অনিয়মিত) ও প্রাইভেট (শিক্ষাবর্ষ ২০১৪-১৫) এবং ২য় বর্ষ ও ৩য় বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৩-১৪) পরীক্ষা-২০১৬ স্থগিত করা হয়। রোববার বিকেল ৪টার দিকে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ অফিস।

ওই সূচি অনুযায়ী, গত ১৬ আগস্ট ফাজিল স্নাতক ২য় বর্ষের স্থগিত পরীক্ষা ২১ সেপ্টেম্বর, ২০ আগস্ট ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা ২৭ সেপ্টেম্বর, ২১ আগস্ট ২য় বর্ষের পরীক্ষা ৫ অক্টোবর, ২২ আগস্ট ১ম ও ৩য় বর্ষের পরীক্ষা ১২ অক্টোবর, ২৩ আগস্ট ২য় বর্ষের পরীক্ষা ১৯ অক্টোবর এবং ১৩ আগস্ট ১ম ও ৩য় বর্ষের (শুধুমাত্র কুড়িগ্রাম জেলার ৪টি কেন্দ্র) পরীক্ষা ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া ফাজিল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য