artk
৭ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, মঙ্গলবার ২১ নভেম্বর ২০১৭, ৭:৩৯ অপরাহ্ন

শিরোনাম

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ৭ অক্টোবর

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৫১১ ঘণ্টা, বুধবার ৩০ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৫১৩ ঘণ্টা, বুধবার ৩০ আগস্ট ২০১৭


আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ৭ অক্টোবর - কোর্ট-কাচারি

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।

গত ২১ জুলাইয়ের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণরা এ লিখিত পরীক্ষায় অংশ নেবেন। এমসিকিউয়ে অংশ নেয়া প্রায় ৩৪ হাজার ২০০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ১১ হাজার ৮৪৬ জন।

বার কাউন্সিল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র দিয়েই লিখিত পরীক্ষায় অংশ নেয়া যাবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস, খাতা, নোটবুক ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বার কাউন্সিলের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে হয়ে থাকে। প্রথম ধাপে একজন শিক্ষার্থীকে প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা দিতে হয়। প্রিলিমিনারিতে যারা পাস করবে তারা লিখিত পরীক্ষায় অংশ নিতে পারে।
লিখিত পরীক্ষায় যারা পাস করবেন তারা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন। এর পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত