artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২২ জুন ২০১৮, ৩:২৩ পূর্বাহ্ণ
ব্রেকিং
আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল ক্রোয়েশিয়া                    

শিরোনাম

সেন্সরে যাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘দুলাভাই জিন্দাবাদ’

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৪৩ ঘণ্টা, রোববার ২০ আগস্ট ২০১৭


সেন্সরে যাচ্ছে ডিপজল-মৌসুমীর ‘দুলাভাই জিন্দাবাদ’ - বিনোদন

চলতি সপ্তাহেই সেন্সরে জমা দেয়া হবে ডিপজল ও মৌসুমী অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি। ইতোমধ্যে এটির শুটিং, গান, ডাবিং সবই শেষ হয়েছে।

ছবির নির্মাতা মনতাজুর রহমান আকবর বলেন, ‘‘দুই-তিন দিনের মধ্যেই সেন্সরে জমা দেব। অল্পকিছু সম্পাদনার কাজ বাঁকি আছে। আশা করছি আনকাট সেন্সর পাবে দুলাভাই জিন্দাবাদ। কবে মুক্তি দুলাভাই জিন্দাবাদ সেটি এখনো চূড়ান্ত করিনি। সেন্সর ছাড়পত্র পেলে তারপর সিদ্ধান্ত নেব।”

ডিপজল-মৌসুমী ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী, মিম, আহমেদ শরীফ, দিলারা ইসায়মিন, অমিত হাসান, অরুণা বিশ্বাস, নাদির খান, ইলিয়াস কোবর প্রমুখ।

ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এই ছবিতে ডিপজলের স্ত্রী চরিত্রে অভিনয় করছেন ঢাকাই ছবির প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী। আরও এক জুটি হিসেবে দেখা যাবে বাপ্পী চৌধুরী ও বিদ্যা সিনহা মিমকে। ছবিতে মিমের দুলাভাই ডিপজল।

গেল ফেব্রুয়ারি মাসে শুরু হয় ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির শুটিং। রাজেশ ফিল্মসের ব্যানারে এ ছবির প্রযোজক নাদির খান।

নিউজবাংলাদেশ.কম/আরআরবি/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য