artk
১১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ৫:৪১ অপরাহ্ন

শিরোনাম

মির্জাপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

টাঙ্গাইল প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪৩৮ ঘণ্টা, রোববার ২০ আগস্ট ২০১৭


মির্জাপুরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত - জাতীয়
প্রতীকী

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু।

রোববার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীম লাদেন মির্জাপুরের খালপাড়া গ্রামের লাবলু মিয়ার ছেলে ও মির্জাপুর এস কে মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

গুরুতর আহত বন্ধু রিফাতকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইজারত আলী জানান, মীম ও রিফাত মোটরসাইকেল যোগে মির্জাপুর বাইপাস এলাকার পৌঁছলে টাঙ্গাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মীম ঘটনাস্থলেই নিহত হন।

নিউজবাংলাদেশ.কম/আরএস/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত