artk
১০ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি ২০১৮, ৪:৫৫ অপরাহ্ন

শিরোনাম

মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৩২ ঘণ্টা, শনিবার ১৯ আগস্ট ২০১৭


মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারির মৃত্যু - জাতীয়

মিয়ানমারের কর্মরত বাংলাদেশ দূতাবাসের ফাস্ট সেক্রেটারি আউলাদ মারা গেছেন। তার মৃতদেহ টেকনাফ সীমান্ত দিয়ে দেশে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে বিজিবি ও পুলিশের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে।

তবে ফাস্ট সেক্রেটারি কখন মারা গেছেন সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।

বিজিবির কক্সবাজার সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিজ জানান, ফাস্ট সেক্রেটারি আউলাদের মৃতদেহটি টেকনাফ সীমান্ত দিয়ে ফেরতের প্রক্রিয়া চলছে।

অপরদিকে, পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার তথ্য মতে, আউলাদ মিয়ানমারের আকিয়াব শহরের বাংলাদেশ দূতাবাসের সাব অফিসে কর্মরত ছিলেন। তার স্ত্রী মৃতদেহটি গ্রহণ করতে বর্তমানে টেকনাফে উপস্থিত আছে। তবে মৃতদেহটি কখন টেকনাফ পৌঁছবে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

নিউজবাংলাদেশ.কম/এনএ/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত