artk
৯ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ, রোববার ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৪ অপরাহ্ন
ব্রেকিং
টানা চতুর্থবার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঙ্গেলা ম্যার্কেল                    

শিরোনাম

২৪ আগস্টের মধ্যে ঈদ বোনাস পাবেন পোশাক শ্রমিকরা

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮৩২ ঘণ্টা, বুধবার ১৬ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮৪৫ ঘণ্টা, বুধবার ১৬ আগস্ট ২০১৭


২৪ আগস্টের মধ্যে ঈদ বোনাস পাবেন পোশাক শ্রমিকরা - অর্থনীতি

পোশাক শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ২৪ অগাস্টের মধ্যে পরিশোধ করা হবে।

বুধবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির ৩৫তম সভায় এই প্রতিশ্রুতি দেন বিজিএমইএর সদস্য কারখানার মালিকরা।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় ঈদ বোনাস এবং বেতন নিয়ে যেন শ্রমিক অসন্তোষ না দেখা দেয়, সে বিষয়ে মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, “গার্মেন্টস মালিকরা ঈদুল আজহার আগেই শ্রমিকদের সব পাওনা পরিশোধ করবেন। তবে বেতন পরিশোধে কোনও মালিকের অর্থনৈতিক সমস্যা থাকলে অবশ্যই শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে ব্যবস্থা নেবেন।”

পোশাক কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং মহাসড়কে যানজট এড়াতে ঈদের ছুটি পর্যায়ক্রমে দেয়ার বিষয়েও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজবাংলাদেশ.কম/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য