artk
১৩ ফাল্গুন ১৪২৪ বঙ্গাব্দ, রোববার ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ৯:৫২ পূর্বাহ্ণ

শিরোনাম

সপ্তাহের প্রথম দিনে ব্যাংক খাতের দাপট

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২১৫৬ ঘণ্টা, রোববার ১৩ আগস্ট ২০১৭


সপ্তাহের প্রথম দিনে ব্যাংক খাতের দাপট - অর্থনীতি

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২১ পয়েন্ট বেড়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এদিন ব্যাংক খাত ছাড়া কোনো খাত দাপট দেখাতে পারেনি।

দিন শেষে দেখা গেছে, মোট লেনদেনের ৩৬ দশমিক ৪০ শতাংশ ছিল ব্যাংক খাতের। রোববার ডিএসইর মোট মার্কেট ক্যাপিটালের ১৯.৫ শতাংশই ছিলো ব্যাংক খাতের।দিন শেষে ব্যাংক খাতের ট্রাইংলিং পিই ১০ দশমিক ২ পয়েন্ট এবং ফরওয়ার্ডিং পিই ১০ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৭৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৩০টির শেয়ার দর।

রোববার কার্যদিবস শেষে দেখা গেছে, আজ শতভাগ ব্যাংক খাতের কোম্পানিগুলোর দর বেড়েছে।

এর মধ্যে সব চেয়ে বেশি দর বেড়েছে পূবালী ব্যাংকের শেয়ারে। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ। শেয়ারটি আজ সর্বশেষ ২৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৪২৮ বারে ৪৪ লাখ ৭৬ হাজার ৯৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৬১ লাখ টাকা।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে উত্তরা ব্যাংক লিমিটেড। এদিন কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ। আজ কোম্পানিটি সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এক হাজার ৫৮৬ বারে কোম্পানিটি ৬১ লাখ ৯০ হাজার ৮১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ২৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের ১২ টাকা বা ৯ দশমিক ৫০ শতাংশ দর বেড়েছে। আজ কোম্পানিটির এক হাজার ৩৫২ বারে ৭ লাখ ২০ হাজার ৭১৮টি শেয়ার লেনদেন হয়েছে।

রূপালী ব্যাংকের ৭.১৭ শতাংশ, শাহজালাল ইসলামী ব্যাংকের ৪.৭৬ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৪ শতাংশ, যমুনা ব্যাংকের ৩ দশমিক ৪৫ শতাংশ ও ঢাকা ব্যাংকের ৩ দশমিক ২১ শতাংশ দর বেড়েছে।

আজ ব্যাংক খাত ছাড়া অন্য কোনো খাত ঘুরে দাঁড়াতে পারেনি। এদিন সিরামিক, পেপার অ্যান্ড প্রিন্টিং, পাট, ভ্রমণ ও পর্যটন খাতের শেয়ারে শতভাগ দর কমেছে। এছাড়া সিমেন্ট এবং বস্ত্রখাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে।

নিউজবাংলাদেশ.কম/এসডি

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য