artk
৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮, ১২:১২ পূর্বাহ্ণ

শিরোনাম

অনুশীলন শেষে ঢাকায় মুশফিকরা

স্পোর্টস রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ২০০২ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭


অনুশীলন শেষে ঢাকায় মুশফিকরা - খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে চট্টগ্রাম জহুর আগমেদ চৌধুরী স্টেডিয়ামে এক সপ্তাহের অনুশীলন শেষে শনিবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী রোববার থেকে মিরপুরে ফের অনুশীলন শুরু করবে টাইগাররা। ঢাকায় এক সপ্তাহের অনুশীলন শেষেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

ঢাকায় তিন সপ্তাহের অনুশীলন শেষে বন্দর নগরীতে এক সপ্তাহের অনুশীলন ঠিকভাবে শেষ করতে পারেনি মুশফিক-তামিমরা। বৃষ্টির কারণে নিজেদের মধ্যেকার তিন দিনের প্রস্তুতি ম্যাচেও ঠিকভাবে মাঠে নামতে পারেনি তারা। টানা বৃষ্টির কারণে গত শুক্রবার অনুশীলনের তৃতীয় দিনের খেলা মাঠেই গড়ায়নি।

প্রায় এক যুগ পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার সুযোগ নিয়ে দারুণ রোমাঞ্চিত টিম বাংলাদেশ। নিজেদের মাঠে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয়ের জন্যই প্রস্তুতি হচ্ছে মুশফিকবাহিনী। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট খেলতে আগামী ১৮ আগস্ট ঢাকায় পৌঁছাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি আগামী ২৭ আগস্ট মিরপুরে শুরু হবে। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ৪ সেপ্টম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াবে। এর আগে ফতুল্লায় একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য