artk
৫ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ, রোববার ২০ আগস্ট ২০১৭, ১১:০৮ অপরাহ্ন

শিরোনাম

সিলেটে ট্রাক-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের

সিলেট প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৫২ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১০৫২ ঘণ্টা, রোববার ১৩ আগস্ট ২০১৭


সিলেটে ট্রাক-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের - জাতীয়

সিলেটের জৈন্তাপুরে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও লেগুনা চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৭ যাত্রী। 

শনিবার দুপুর ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- লেগুনা চালক বিলাল হোসেন (২২)। সে জৈন্তাপুরের ফাতেহপুরের দক্ষিণ বাগের খালে গ্রামের মোবারক আলীর ছেলে। তবে নিহত লেগুনা যাত্রী এবং অহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হরিপুর গামী লেগুনা (সিলেট-ছ-১১-২১৯৮) এর সাথে জাফলং থেকে ছেড়ে আসা ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১১-২৩৭০) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে লেগুনা চালক বিলাল হোসেন নিহত হন। আহতদের মধ্যে হাসপাতালে নেয়ার পথে এক নারী যাত্রীর মৃত্যু হয়।  

এঘটনায় শিশুসহ প্রায় ৭জনকে সিলেট ওসমানী মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  ইন্দ্রনীল ভট্টাচার্য। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাতাহতদের  স্থানীয় মেডিক্যালে পাঠানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএসএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত