artk
৩০ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ, শুক্রবার ১৫ ডিসেম্বর ২০১৭, ৪:২৩ পূর্বাহ্ণ

শিরোনাম

সেন্সর বোর্ড থেকে সরিয়ে দেয়া হচ্ছে নিহালনিকে

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭২৪ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭


সেন্সর বোর্ড থেকে সরিয়ে দেয়া হচ্ছে নিহালনিকে - বিনোদন

অবশেষে ভারতীয় সেন্সর বোর্ডের প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হচ্ছে পহলাজ নিহালনিকে।

২০১৫ সালের জানুয়ারিতে বোর্ড প্রধানের পদে বসানো হয়েছিল নিহালনিকে। তখন থেকেই বিতর্কিত খবরের শিরোনামে ছিলেন এই পরিচালক।

‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ সিনেমাকে ‘মেয়েলি’ তকমা দেয়া থেকে শুরু করে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের উপর নির্মিত তথ্যচিত্রে ব্যবহৃত ‘গুজরাট’, ‘হিন্দু’, ‘হিন্দুত্ব’ ও ‘গরু’ শব্দগুলি মিউট করার নির্দেশ। যা না মানার জন্য সিনেমাটি ভারতে শেষ পর্যন্ত মুক্তিই পায়নি।

কিছুদিন আগেই তিনি আবার দাওয়াই দেন, সুপারস্টারেরা সিনেমার পর্দায় সিগারেট বা মদ খাওয়া বন্ধ করুন। না হলে এই সব দৃশ্যের উপর কাঁচি চালাতে দ্বিধা করবে না সেন্সর বোর্ড।

সেন্সর বোর্ড সূত্র জানায়, বোর্ড প্রধান থাকার সময়ে ফিল্ম জগতের কোনও উপকারে লাগেননি নিহালনি। উল্টো বহু পরিচালক ও প্রযোজক তার উপরে খুবই অসন্তুষ্ট ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, পহলাজ নিহালনিকে সরিয়ে বোর্ড প্রধান করা হচ্ছে গীতিকার ও চিত্রনাট্যকার প্রসূন জোশীকে।

নিউজবাংলাদেশ.কম/আরআরবি/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য