artk
৮ চৈত্র ১৪২৪ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২২ মার্চ ২০১৮, ১০:০৮ পূর্বাহ্ণ

শিরোনাম

আবার বিয়ে করবেন বিপাশা বসু!

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৫৯ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭


আবার বিয়ে করবেন বিপাশা বসু! - বিনোদন

গেল বছরই ধুমধাম করে করন সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বিপাশা বসু। সুখী দাম্পত্যের ছবি একাধিকবার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাইরে থেকে দেখে তো কখনও মনে হয়নি, দম্পতির মধ্যে কোনও সমস্যা রয়েছে। তা হলে ফের কেন বিয়ে করতে চান বিপাশা? করনের সঙ্গে কি তাহলে সত্যি সত্যি বিচ্ছেদ হতে যাচ্ছে তার?

 

উহু। বিষয়টা তেমন নয়। ফের বিয়ে করতে চান বিপাশা, এ কথা ঠিক। সম্প্রতি মুম্বাইয়ে এক বইপ্রকাশ অনুষ্ঠানে নিজেই এ কথা স্বীকার করেছেন নায়িকা। তবে পাত্র হিসেবে থাকতে হবে করন সিং গ্রোভারকেই!

ওই অনুষ্ঠানে সাংবাদিকদের বিপাশা জানান, বিয়ের প্রস্তুতি ঠিক যেন কোনও ছবির প্রস্তুতির মতো। তার কথায়, “একটা বিয়ে মানে কতরকম আইডিয়ার সমাহার। চেকলিস্ট মেলানো যেন আর শেষ হয় না। আমি যখন বিয়ে করেছিলাম ঠিক যেন কোনও ফিল্মের প্রিপারেশন। ফের ওই দিনটা ফিরে পেতে চাই। দুজনের জার্নিটা অসাধারণ।”

নিউজবাংলাদেশ.কম/আরআরবি/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য