artk
৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮, ১২:২৫ পূর্বাহ্ণ

শিরোনাম

চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৪০৮ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৭৩১ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭


চুয়াডাঙ্গায় আড়াই কেজি সোনাসহ আটক ১ - জাতীয়

চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় আড়াই কেজি সোনার গহনাসহ সেন্টু শেখ (৩২) নামে এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উথলী মোল্লাবাড়ি হঠাৎপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক সেন্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের মৃত মজনু শেখের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুৎফুল কবিরের নেতৃত্বে সুলতানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা জীবননগরগামী একটি ব্যাটারি চালিত ভ্যান থেকে সেন্টুকে আটক করে। পরে ভ্যানে তল্লাশি চালিয়ে চার প্যাকেটে মোড়ানো দুই কেজি ৪৪১ গ্রাম সোনার গহনা উদ্ধার করা হয়।

লুৎফুন কবির জানান, উদ্ধারকৃত গহনার আনুমানিক মূল্য এক কোটি ১৬ লাখ টাকা। আটক আসামিসহ সোনার গহনা ও জীবননগর থানার হস্তান্তর করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেএস/একিউএফ/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত