artk
৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮, ১২:১৫ পূর্বাহ্ণ

শিরোনাম

রাতে দেশে ফিরবেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১২২৬ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২৫১ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭


রাতে দেশে ফিরবেন রাষ্ট্রপতি - জাতীয়
ফাইল ফটো

সিঙ্গাপুরের হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে শরিবার রাতে দেশে ফিরবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রাষ্ট্রপতির উপ প্রেসসচিব এম আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আব্দুল হামিদ সিঙ্গাপুরে এয়ারলাইন্সের এসকিউ-৪৪৯ ফ্লাইটে করে শনিবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

৬ আগস্ট সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। সেখানে তিনি চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করান।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী রাশিদা খানম, ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এম সারওয়ার হোসেন এবং প্রেসসচিব জয়নাল আবেদীন।

নিউজবাংলাদেশ.কম/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত