artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ জুলাই ২০১৮, ৩:২৪ পূর্বাহ্ণ

শিরোনাম

হবিগঞ্জে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত শতাধিক

হবিগঞ্জ সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০২৬ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১১০৫ ঘণ্টা, রোববার ১৩ আগস্ট ২০১৭


হবিগঞ্জে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ২ আহত শতাধিক - জাতীয়

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে মুককান্দি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫)।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুইপক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরই জের ধরে শনিবার সকালে আবার তারা সংঘর্ষে জড়ালে শতাধিক আহত হয়।

এর মধ্যে গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কবির মিয়া মারা যান। আর অবস্থার অবনতি হওয়ায় মতিন মিয়াকে সিলেট মেডিক্যালে নেয়ার পথে তিনি মারা যান।

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত