artk
৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮, ১২:০৫ পূর্বাহ্ণ

শিরোনাম

নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯৪৩ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২১৫ ঘণ্টা, শনিবার ১২ আগস্ট ২০১৭


নদীবন্দরে এক নম্বর সতর্ক সংকেত - জাতীয়

মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় ঢাকাসহ দেশের ১৯টি অঞ্চলের নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার বেলা ১টা পর্যন্ত নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কতা দেয়া হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমুহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত