artk
৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮, ১২:২১ পূর্বাহ্ণ

শিরোনাম

নাটোরে কৃষক হত্যায় একজনের ফাঁসি

নাটোর প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭৫৭ ঘণ্টা, বুধবার ০৯ আগস্ট ২০১৭


নাটোরে কৃষক হত্যায় একজনের ফাঁসি - কোর্ট-কাচারি

নাটোরের বড়াইগ্রামের কৃষক উমেদ আলী চায়না হত্যা মামলায় তোফাজ্জল হোসেন নিজাম (৪৬) নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাসানুজ্জামান এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নিজাম উপজেলার দোগাছি গ্রামের সুমন প্রামাণিকের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার আব্দুল হাই জানান, ২০০৬ সালের ২ অক্টোবর দোগাছি গ্রামে জাল চুরির অভিযোগে ডাকা শালিসে উমেদকে গুলি করে হত্যা করেন নিজাম। এ ঘটনায় উমেদের ভাই কুমেদ আলী বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।

নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এসজে/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত