artk
৩ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ১৯ জুলাই ২০১৮, ১২:১৬ পূর্বাহ্ণ

শিরোনাম

ইউডায় শিক্ষার গুণগত মান বাড়াতে কর্মশালা

নিউজ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭০৫ ঘণ্টা, বুধবার ০৯ আগস্ট ২০১৭


ইউডায় শিক্ষার গুণগত মান বাড়াতে কর্মশালা - শিক্ষাঙ্গন

শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও প্রতিষ্ঠানের কর্মকাণ্ড উন্নয়নে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভে (ইউডা) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুজিব খান।

তিনি বলেন, “শুরু থেকেই ইউডা শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে শুরু থেকেই ইউডায় শিক্ষা উন্নয়ন ও মাননিয়ন্ত্রণ সেল প্রতিষ্ঠা করেছি।”

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শরীফ আইকিউএসির অ্যাকশনপ্লান বাস্তবায়নে প্রতিষ্ঠানের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য দেন উপ-উপাচার্য ড. আহমদউল্লাহ মিঞা, রেজিস্ট্রার ড. ইফফাত চৌধুরী ও সেলের পরিচালক অধ্যাপক লতিফুর রহমান।

কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারমান, অধ্যাপক, বিভিন্ন বিভাগের সেল কমিটির সদস্য শিক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য