artk
৬ শ্রাবণ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ জুলাই ২০১৮, ৩:৩১ পূর্বাহ্ণ

শিরোনাম

চিনে ভূমিকম্পে নিহত ১৩

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯০৫ ঘণ্টা, বুধবার ০৯ আগস্ট ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৫০৬ ঘণ্টা, বুধবার ০৯ আগস্ট ২০১৭


চিনে ভূমিকম্পে নিহত ১৩ - বিদেশ

চিনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভূমিকম্পে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অনেক। হতাহতদের মধ্যে পর্যটকও রয়েছে।

৬.৫ মাত্রার এই ভূমিকম্পটি সিচুয়ানের দক্ষিণে হালকা বসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংডু থেকে ৩০০ কিলোমিটার উত্তরে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি। বিবিসি।

সিচুয়ান প্রদেশ একটি ভূমিকম্প প্রবণ এলাকা। ২০০৮ সালে ওই অঞ্চলে ভূমিকম্পে ৭০ হাজার লোকের প্রাণহানি হয়।

ছবিতে দেখা গেছে, ভূমিকম্পে একটি হোটেলসহ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন চিনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যা ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য।

শহরের একজন হোটেল মালিক বলেছেন, এই ভূমিকম্প ২০০৮ সালের কম্পনের চেয়েও শক্তিশালী মনে হয়েছে। 

জুঝাইগুতে অনেক লোক ভবন ছেড়ে চলে গেছে এবং প্রধান চত্বরে আশ্রয় নেয়। লোকজন টাকাপয়সা বা কাপড়চোপড় নিয়ে যেতে পারেনি।

চিনের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশন বলেছে, ১০০ জনেরও বেশি নিহত হয়ে থাকতে পারে এবয় এবং এক লাখ ৩০ হাজার বাড়িঘর বিধ্বস্ত হতে পারে। 

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত