artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:০৪ অপরাহ্ন

শিরোনাম

ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৮০৪ ঘণ্টা, সোমবার ১৭ জুলাই ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮০৬ ঘণ্টা, সোমবার ১৭ জুলাই ২০১৭


ময়মনসিংহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার - জাতীয়

ময়মনসিংহে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামির নাম ইউনুস আলী।

সোমবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চর জেলখানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়ার পর দীর্ঘ ছয় বছর ইউনূস পলাতক ছিলেন।

জানা যায়, ২০০৫ সালের ২১ জুন সদর উপজেলার চর জেলখানা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে ইউনুস আলী ও তার লোকজন। পরদিন নিহতের বাবা হাসমত আলী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ইউনুস আলীর যাবজ্জীবন সাজা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি ইউনুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

নিউজবাংলাদেশ.কম/ইউএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য