artk
৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ এপ্রিল ২০১৮, ২:৪৭ অপরাহ্ন

শিরোনাম

ভেঙে যাচ্ছে শখ-নিলয়ের সংসার

বিনোদন ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭২১ ঘণ্টা, সোমবার ১৭ জুলাই ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৮১৯ ঘণ্টা, সোমবার ১৭ জুলাই ২০১৭


ভেঙে যাচ্ছে শখ-নিলয়ের সংসার - বিনোদন

ভেঙে যাচ্ছে শোবিজ পাড়ার পরিচিত মুখ শখ ও নিলয়ের দাম্পত্য জীবন। এর আগে তাদের সংসার ভাঙনের গুঞ্জন শোনা গেলেও এবার স্বীকার করলেন নিলয়।

নিলয় বলেন, “আমাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি, প্রক্রিয়া চলছে। নানা কারণেই আমরা দীর্ঘদিন ধরে আলাদা থাকছি।”তিনি জানান, নিলয়ের উত্তরার বাসা ছেড়ে শখ পুরান ঢাকার গেণ্ডারিয়ার বাসায় চলে গেছেন।

এ বিষয়ে শখ বলেন, “দুদিন আগে মালয়েশিয়া থেকে শুটিং করে দেশে ফিরেছি। এসব ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাই না। সবাই জানে আমি নিলয়ের সঙ্গে থাকি না কয়েক মাস।”

২০১৫ সালের ৭ জানুয়ারি একে অপরকে ভালোবেসে পারিবারিকভাবেই বিয়ে করেছিলেন শখ ও নিলয়। ১০ লাখ টাকা দেনমোহরে শুরু করেছিলেন দাম্পত্য জীবন।

এ বছর বিবাহবার্ষিকীতে ওমরাহ হজে গিয়েছিলেন তারা। কাছের মানুষরা আশা করেছিলেন হয়তো নিজেদের মধ্যে সব দূরত্ব গুছিয়ে নেবেন দুই তারকা। কিন্তু সেই আশায় গুড়েবালি দিয়ে চূড়ান্ত বিচ্ছেদের দিকেই যাচ্ছে নিলয়-শখের দাম্পত্য জীবন।

নিউজবাংলাদেশ.কম/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য