artk
৯ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, শনিবার ২৩ জুন ২০১৮, ৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম

আগামী সপ্তাহে সেন্সরে যাবে ‘পাষাণ’

বিনোদন প্রতিবেদক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১১১৬ ঘণ্টা, সোমবার ১৭ জুলাই ২০১৭


আগামী সপ্তাহে সেন্সরে যাবে ‘পাষাণ’ - বিনোদন
ফাইল ফটো

কোরবানির ঈদে আসছে সৈকত নাসিরের নতুন সিনেমা ‘পাষাণ’। আগামী সপ্তাহে সেন্সরে যাবে সিনেমাটি। 

এ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও কলকাতার অভিনেতা ওম। সৈকত নাসিরের গল্প ও চিত্রনাট্যে ‘পাষাণে’র সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাষাণ’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বিপাশা কবির, মিজু আহমেদ, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, ইলোরা গহর, আমির সিরাজী, নাদের আলী, শাহেদআলী, তানভীর তনু, চিকন আলী, সীমান্ত, শিমুল খানসহ অনেকে।

 

নিউজবাংলাদেশ.কম/আরআরবি/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য