artk
১২ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, সোমবার ২৫ জুন ২০১৮, ২:৩৮ পূর্বাহ্ণ

শিরোনাম

আর্জেন্টিনার বিজলিয়া এখন মিলানের

স্পোর্টস ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ০৯৩৯ ঘণ্টা, সোমবার ১৭ জুলাই ২০১৭


আর্জেন্টিনার বিজলিয়া এখন মিলানের - খেলা

ইতালিয়ান সিরি আ- এর দল লাজিও থেকে এসি মিলানে নাম লেখালেন আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস বিজলিয়া। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাল-কালো শিবিরের চাইনিজ ইনভেস্টমেন্ট গ্রুপ।

তিন বছরের চুক্তিতে সম্ভাব্য ১৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে মিলানে যোগ দিলেন বিজলিয়া। চলতি ট্রান্সফার উইন্ডোতে দশম খেলোয়াড় হিসেবে সান সিরোতে উড়ে আসলেন আর্জেন্টাইন এ ফুটবলার।

বিজলিয়ার আগে আর্থিক শক্তিতে জেগে ওঠা মিলানে চলতি ট্রান্সফারেই যোগ দেন- আন্দ্রে কন্তি, আন্দ্রে সিলভা, হাসান কালাংগলু, মাতিও মুসাসিও, রিকার্ডো রদ্রিগেজ, ফ্রাঙ্ক কেসি, লিওনার্দো বনুচ্চি এবং ফ্যাবিও বরিনি। এছাড়া ইতালির তরুণ গোলকিপার জিয়ানলুজি ডোনারুমার সঙ্গে চুক্তি নবায়ন করে নিজেদের ঘর সুসংহত করে মিলান।

নিউজবাংলাদেশ.কম/এফকে

 

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য