artk
৯ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২২ এপ্রিল ২০১৮, ২:৫১ অপরাহ্ন

শিরোনাম

ইরানি প্রেসিডেন্টের ভাই আটক

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৫৪ ঘণ্টা, রোববার ১৬ জুলাই ২০১৭


ইরানি প্রেসিডেন্টের ভাই আটক - বিদেশ

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেইন ফেরেইদুনকে আটক করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ খবর দিয়ছে পার্স টুডে।

শনিবার রাতে ফেরেইদুনকে আটক করা হয় বলে জানিয়েছেন দেশটির বিচারবিভাগের মুখপাত্র গোলাম হোসেইন মোহসেন এজেয়ি।

তিনি বলেন, “হোসেইন ফেরেইদুনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে আটক ব্যক্তিকে জামিনে মুক্তি দেয়া যেতে পারে।”

কোন অভিযোগে ইরানি প্রেসিডেন্টের ভাইকে আটক করা হয়েছে তা পরিষ্কার করে বলেনি মোহসেন এজেয়ি।

এর আগে ইরানের বিচারবিভাগ হাতে দেশটির সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ রাফসানজানির ছেলেও আটক হয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/একিউএফ

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য