artk
৭ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, শুক্রবার ২০ এপ্রিল ২০১৮, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম

ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৬ তীর্থযাত্রী

বিদেশ ডেস্ক | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৭০৭ ঘণ্টা, রোববার ১৬ জুলাই ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৭০৭ ঘণ্টা, রোববার ১৬ জুলাই ২০১৭


ভারতে বাস দুর্ঘটনায় নিহত ১৬ তীর্থযাত্রী - বিদেশ

ভারতের জম্মু-কাশ্মীর অংশের রামবন জেলার মহাসড়কে একটি বাস গিরিখাতে পড়ে গেলে কমপক্ষে ১৬ জন অমরনাথের তীর্থযাত্রী নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
সাইকেলে হজে যাচ্ছেন তিন বাংলাদেশি
স্থানীয় কর্মকর্তাদের মতে, তীর্থযাত্রী বোঝাই বাসটি মহাসড়ক দিয়ে যাবার সময় গিরিখাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অনেকে নিহত হয় বলে জানা যায়।

রামবনের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা মোহন লাল জানান, জম্মু-কাশ্মীর মহাসড়ক থেকে বাসটি গড়িয়ে গিরিখাতে পড়ে। তবে ঠিক কি কারণে বাসটি মহাসড়ক থেকে গড়িয়ে গিরিখাতে পড়েছে তা এখনও জানা যায়নি।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, রাজ্যের উদ্ধারকারী বাহিনী এখনও গিরিখাতে উদ্ধার অভিযান চালাচ্ছে। আহত তীর্থযাত্রীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/কেকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য
এই বিভাগের সর্বোচ্চ পঠিত