artk
৭ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ২১ জুন ২০১৮, ৬:০৮ অপরাহ্ন

শিরোনাম

পটিয়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় আহত ১১

চট্টগ্রাম সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১০৪৭ ঘণ্টা, শুক্রবার ১৪ জুলাই ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১২৩৫ ঘণ্টা, শুক্রবার ১৪ জুলাই ২০১৭


পটিয়ায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় আহত ১১ - জাতীয়
ফাইল ফটো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট এলাকায় গাছের সঙ্গে বাসের ধাক্কা লেগে ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, কক্সবাজারমুখী একটি সৌদিয়া পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা ১১ যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

নিউজবাংলাদেশ.কম/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য