artk
৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২০ মে ২০১৮, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম

ইবির নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

ইবি সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬৪২ ঘণ্টা, রোববার ১৮ জুন ২০১৭


ইবির নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ - শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্যালেন্ডার প্রকাশ করেন। প্রকাশিত এ ক্যালেন্ডার নতুন অনুমদিত কর্মঘণ্টার আলোকে প্রণয়ন করা হয়েছে।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, আই আই ই আর-এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল প্রভোস্ট প্রফেসর ড. আহসান-উল আম্বিয়া, প্রেস প্রশাসক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন, তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক আতাউল হক প্রমুখ।

এসময় বিশ্ববিদ্যালয়ের ভিাসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, ‘‘ইসলামী বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়িয়েছে। আমরা আমাদের প্রকাশনাসমূহে রুচির ছোঁয়া লাগানোর চেষ্টা করছি। প্রতিটি পরবর্তী সংস্করণ পূর্ববর্তী সংস্করণের চেয়ে আরও সুন্দর ও নির্ভুল হবে।’’

নিউজবাংলাদেশ.কম/এমএস/এমএস

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য