artk
৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২০ মে ২০১৮, ১১:৪১ অপরাহ্ন

শিরোনাম

বিশ্ববিদ্যালয় কোনো বাণিজ্যক কেন্দ্র নয়: ঢাবি উপাচার্য

কবিরুল ইসলাম, ঢাবি সংবাদদাতা | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৬০৬ ঘণ্টা, শনিবার ১৭ জুন ২০১৭ || সর্বশেষ সম্পাদনা: ১৬০৬ ঘণ্টা, শনিবার ১৭ জুন ২০১৭


বিশ্ববিদ্যালয় কোনো বাণিজ্যক কেন্দ্র নয়: ঢাবি উপাচার্য - শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বিশ্ববিদ্যালয় কোনো অবস্থাতেই বাণিজ্যক কেন্দ্র নয়। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা শিক্ষার্থীর মানসিকতার পরিবর্তন ঘটানো। তাদের মধ্যে এমন বোধ ও অনুভূতি সৃষ্টি করা যাতে তারা যে কোনো সমস্যা সমাধানে সক্ষম হয়ে ওঠে।”

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘সিনেট অধিবেশন ২০১৭’এর অভিভাষণে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি উচ্চ শিক্ষার নানা দিক নিয়ে কথা বলেন।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আখতারুজ্জামান, উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, কোষাধ্যক্ষ ড. কামালউদ্দিন, রেজিস্ট্রার ড. এনামুজ্জামানসহ সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে নামে-বেনামে অসংখ্য সন্ধ্যাকালীন স্নাতকোত্তর শ্রেণি খোলা, ভর্তি পরীক্ষা ছাড়া নিম্নমানের শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ করেন কোষাধ্যক্ষ কামালউদ্দীন। তিনি এসব সান্ধ্য কোর্সের লাগাম টেনে ধরার আহ্বান জানান।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য