artk
৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, রোববার ২০ মে ২০১৮, ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

ইউডায় ঈদের ছুটি শুরু

ওয়ালিউল সাকিব | নিউজবাংলাদেশ.কম
প্রকাশ: ১৯৫০ ঘণ্টা, বৃহস্পতিবার ১৫ জুন ২০১৭


ইউডায় ঈদের ছুটি শুরু - শিক্ষাঙ্গন

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডায় ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ছুটি শেষে ২ জুলাই বিশ্ববিদ্যালয় খোলা হবে। সেদিন থেকেই সব কার্যক্রম চলবে। ওইদিন থেকেই সব বিভাগের শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সব বিভাগ এই ছুটির আওতায় পড়বে। তবে প্রত্যেক বিভাগের পরীক্ষা শেষ হলে ছুটি কার্যকর হবে।

৮ জুন থেকে সব বিভাগের মিডটার্ম পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে অনেক বিভাগের পরীক্ষা শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে অন্যান্য বিভাগের পরীক্ষাও শেষ হবে।

নিউজবাংলাদেশ.কম/ওএস/এসজে

নিউজবাংলাদেশ.কমে প্রকাশিত যে কোনও প্রতিবেদন, ছবি, লেখা, রেখাচিত্র, ভিডিও-অডিও ক্লিপ অনুমতি ছাড়া অন্য কোনও মাধ্যমে প্রকাশ, প্রচার করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
আপনার মন্তব্য